সংক্ষিপ্ত
কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
১৫ এপ্রিল শনিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৬৬৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,৩২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৬,৫০০ টাকা।
১ গ্রাম - ৫,৬৬৫ টাকা
৮ গ্রাম - ৪৫,৩২০ টাকা
১০ গ্রাম - ৫৬,৬৫০ টাকা
১০০ গ্রাম - ৫,৬৬,৫০০ টাকা
অন্যদিকে শনিবারে দাম বেড়েছে ২৪ ক্যারট সোনারও। ১৫ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৮০ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৪৪০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬,১৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার বেড়ে হয়েছে ৬,১৮,০০০ টাকা।
১ গ্রাম - ৬,১৮০ টাকা
৮ গ্রাম - ৪৯,৪৪০ টাকা
১০ গ্রাম - ৬,১৮০০ টাকা
১০০ গ্রাম - ৬,১৮,০০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দাম রয়েছে উঠতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।
১ গ্রাম - ৭৯.৬০ টাকা
৮ গ্রাম - ৬৩৬.৮০ টাকা
১০ গ্রাম - ৭৯৬ টাকা
১০০ গ্রাম - ৭,৯৬০ টাকা
আরও পড়ুন -
গরমকালে পান্তা ভাত শুধু শরীরকেই ঠাণ্ডা করে না, ওজন কমানোর পাশাপাশি আর কী কী উপকারে সহযোগী?
অমিত শাহের বঙ্গ সফরের সূচিতে বড় পরিবর্তন, সিউড়ির জনসভার পরেই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
তীব্র গরমে ফুটছে বাংলা, ঠাণ্ডা থাকবেন কীভাবে? বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়