কলকাতায় ভোরের তাপমাত্রায় পতন হলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?

Published : Apr 03, 2023, 06:53 AM IST
thunder rain weather

সংক্ষিপ্ত

সোমবারের পর মঙ্গলবার সাময়িক বিরতি দিলেও বুধবার থেকে ফের দক্ষিণের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

এপ্রিলের শুরু এবং সপ্তাহের শুরু, ৩ এপ্রিল এই দুইয়ের শুরু একযোগে হলেও আবহাওয়ার ক্ষেত্রে মার্চের শেষ দিকের সঙ্গে এপ্রিলের খুব-একটা পার্থক্য আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রা গত সপ্তাহের মতো একই রকমের অনুভূত হচ্ছে শহর কলকাতায়। জেলাগুলির পরিস্থিতিও এখনও পর্যন্ত একই রকম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় ভোরের তাপমাত্রায় বেশ কিছুটা পতন হলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না বৃষ্টি।

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তা-ও স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। সোমবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে প্রায় ৮২ শতাংশ। ফলে, কলকাতার আকাশে মেঘ দেখা যাবে ভালোরকম।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৩ এপ্রিল সোমবার, বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এই জেলাগুলির মধ্যে মূলত, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার আশঙ্কাও রয়েছে। সোমবারের পর মঙ্গলবার কিছুটা বিরতি দিলেও বুধবার থেকে ফের দক্ষিণের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় বঙ্গে আগামী ৪-৫ দিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের চেয়ে উত্তরে বৃষ্টি বেশি হওয়ারই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পঙের মতো পার্বত্য জেলা ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ারও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও আগামী ৪-৫ দিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে।

আরও পড়ুন-

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট সিল করে দিয়েছিল ইডি, তালা ভেঙে ভিতরে ঢুকলেন স্ত্রী প্রিয়াঙ্কা
খরচ বাঁচাতে বিশ্ব জুড়ে কর্মী-ছাঁটাইয়ের হিড়িক, নিজের কর্মীদের ‘ফ্রি’ খাওয়াদাওয়া, লন্ড্রি সুবিধাও বন্ধ করে দিচ্ছে Google
নিয়োগ দুর্নীতি নিয়ে আরও বাড়ল দেব-হিরণের তিক্ততা, ‘গোয়েন্দাদের কাছেও এত তথ্য নেই’ বিধায়ককে তোপ সাংসদের

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর