সংক্ষিপ্ত
যদিও, হিরণের বিরুদ্ধে রাজনীতির বিষয়ে কটাক্ষ হানলেও ব্যক্তিগত স্তরে হৃদ্যতা বজায় রেখেই মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি মন্তব্য করেছেন, ‘হিরণ ভালো ছেলে।’
ব্যক্তিগত আক্রমণ সমীচীন নয়, রাজনীতির ময়দানে একথা বারবারই উল্লেখ করেছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব অধিকারী। এবার আরও একবার সেই একই যুক্তি দিয়ে আরেক টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে জোরালো কটাক্ষ করলেন তিনি। বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে দেবের বিরুদ্ধে হিরণ যে অভিযোগ তুলেছিলেন, তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন ঘাটালের সাংসদ।
দেবের বিরুদ্ধে গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ। তিনি স্পষ্টতই বলেন, ‘টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত।’ এ প্রসঙ্গে দেব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তথ্যপ্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছেও এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে!’ এর সঙ্গে নিয়োগ দুর্নীতির বিষয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হওয়ায় দেবের উত্তর, ‘হিরণ বা অন্য কেউ কী বলছে সেটা সত্যিই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এক কথা কেন দশবার করে বলতে যাব? প্রথম দিন যখন প্রশ্ন করেছিলেন, তখনই উত্তর দিয়ে দিয়েছি। বারবার এক প্রশ্ন করলে একই উত্তর থাকবে।’
যদিও, হিরণের বিরুদ্ধে রাজনীতির বিষয়ে কটাক্ষ হানলেও ব্যক্তিগত স্তরে হৃদ্যতা বজায় রেখেই মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘হিরণ ভালো ছেলে। আমার মনে হয় বাক্স্বাধীনতার অধিকার সকলের আছে। এই দেশে, এই রাজ্যে যে যা খুশি বলতে পারে।’ তদন্তের প্রয়োজনে নিজের আয়ের সমস্ত হিসাব দিতে রাজি থাকলেও রাজনৈতিক ক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে দুর্নীতির অভিযোগকে একেবারেই বরদাস্ত করতে চান না দেব অধিকারী।
আরও পড়ুন-
আগামীকালই রয়েছে সোম প্রদোষ তিথি, সঠিক সময় মেনে শিবের পুজো করলে সংসারে মিটবে সমস্ত ঝগড়া অশান্তি
হিন্দু-মুসলমান হিংসায় বিহার জুড়ে অশান্তির আগুন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথের সাথে কথা বললেন অমিত শাহ
Amritpal Singh News: ‘পলাতক’ নই, শীঘ্রই সামনে আসব: তাহলে কি স্বর্ণ মন্দিরেই আত্মসমর্পণ করবেন অমৃতপাল সিং?