কলকাতায় চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ, বহু জেলায় বজ্রবিদ্যুৎসহ বজায় থাকবে বৃষ্টি

শনিবার রাত থেকেই কলকাতার আকাশে ঘন মেঘের আনাগোনা। রবিবার সকালে বাড়ল তাপমাত্রার অস্বস্তি। 

Web Desk - ANB | Published : Mar 26, 2023 1:14 AM IST

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের ধারাবাহিক ঝড়বৃষ্টির পর এই সপ্তাহেও আবহাওয়া প্রায় একই রকম থাকতে চলেছে কলকাতায়। রবিবার সকালে বিভিন্ন জেলায় কিছুটা পার্থক্য দেখা গেলেও সোমবার থেকে ফের বদল হতে চলেছে কলকাতার আবহাওয়া। সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।

২৬ মার্চ, রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন দক্ষিণবঙ্গের বাদবাকি জেলা প্রধানত শুষ্ক থাকলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাত সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার, এই বৃষ্টির ধারা বুধ ও বৃহস্পতিবারেও অব্যাহত থাকতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ও হতে পারে এই জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই দিন।

Latest Videos

এর পাশাপাশি উত্তরবঙ্গের সাতটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার। দুই দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির পরিমাণ অন্যান্য জেলাগুলির তুলনায় কম থাকার সম্ভাবনা। হালকা বর্ষণ জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ারে। সঙ্গে এই জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আগামী দু'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ধাপে ধাপে। পরে আগামী সপ্তাহে আবার পারদ কিছুটা নামতে পারে বৃষ্টির তারণে। এই আবহে আগামী কয়েকদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আরও পড়ুন-

আসন্ন সপ্তাহেই রয়েছে রাম নবমী, জেনে নিন এই তিথিতে কোন বিশেষ মন্ত্রে আপনার সংসারে আসবে সৌভাগ্য
ব্যক্তিগত হিংসার কারণেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ? মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা এবার শীর্ষ আদালতে
আবার বেড়ে গেল কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ, মার্চ মাসেই অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা

Share this article
click me!

Latest Videos

আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
১১ বছরে পদার্পণ South 24 Parganas-র রায়বাঘিনী শ্যামা পুজো! উপচে পড়া ভিড় মাকে দেখার জন্য | Kali Puja