ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চড়ে গিয়েছে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে , আরও ১ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রাও পৌঁছে যেতে পারে প্রায় ২৭ ডিগ্রির কাছাকাছি।
উত্তরবঙ্গে কালিম্পং এবং দার্জিলিং জেলায় শনিবার সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আকাশ মেঘলা থাকতে পারে।
দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার বঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাতাস ঢুকছে। সেই কারণে বাধা পাচ্ছে উত্তর-পশ্চিমের শীতল বাতাস।
ঘূর্ণাবর্তের ফাঁড়া কেটে গেলেই আবার নতুন করে ঠাণ্ডা ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, আপাতত আগামি ৪-৫ দিন তাপমাত্রা অস্বস্তিকরই থাকার সম্ভাবনা রয়েছে।