শহর থেকে জেলা, সকাল থেকে কুয়াশার দাপট থাকলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি
Sahely Sen | Published : Dec 29, 2023 1:28 AM IST / Updated: Dec 29 2023, 07:13 AM IST
পৌষ মাসের প্রায় শুরু থেকেই চড়তে শুরু করে দিয়েছে বঙ্গের তাপমাত্রা। জেলায় জেলায় সকাল থেকে দেখা যাচ্ছে কুয়াশার দাপট।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, দিনের বেলা থাকছে চড়া রোদ্দুর, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাচ্ছে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শেষ ৩ দিনে আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ, বর্ষবরণ কাটাতে হবে আবহাওয়াজনিত অস্বস্তি নিয়েই।
তবে, শীতের চেনা ছবি দেখতে না পেলেও শীত একেবারেই বিদায় নেয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস। জানুয়ারির প্রথম দিকেই আবার ঠাণ্ডা ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ৩১ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং বা কালিম্পং জেলায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। আগামী ২ জানুয়ারি পর্যন্ত উত্তরের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস।