Weather News: বর্ষবরণের আগেই চড়ছে পারদ, কলকাতার তাপমাত্রা পৌঁছে গেল ১৭ ডিগ্রিতে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বর্ষবরণের আগে পর্যন্ত ঊর্দ্ধমুখীই থাকবে বঙ্গের তাপমাত্রা।
Sahely Sen | Published : Dec 27, 2023 1:15 AM IST / Updated: Dec 27 2023, 07:32 AM IST
ডিসেম্বরের শুরু থেকে বাংলায় ছিল শীতের আমেজ। জেলায় জেলায় ক্রমশ নেমেছে তাপমাত্রার পারদ।
কিন্তু, নতুন বছর আসার আগে, বড়দিন থেকেই চড়তে শুরু করেছে বঙ্গের তাপমাত্রার পারদ।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প।
জলীয় বাষ্পের প্রভাবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা চড়ে গেছে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় ৩ দিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ ৫ ডিগ্রির কাছাকাছিই রয়েছে, আগামি কয়েকদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে।
দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাত অব্যাহত থাকার সম্ভাবনা।