সপ্তাহান্তে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আকাশে দেখা গিয়েছিল মেঘের ঘনঘটা, ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছিল বাংলার অধিকাংশ জেলা।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই পারদ পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার থেকে প্রায় বৃহস্পতিবার পর্যন্ত হু হু করে নেমে যেতে পারে রাতের তাপমাত্রা।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেই তাপমাত্রাই নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও সামান্য বৃষ্টিপাতের পর তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দার্জিলিং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েচে ১৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আসন্ন সপ্তাহে উত্তরবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বলে মনে করা হচ্ছে।