এই গ্রামে অনেকগুলি হোমস্টে আছে। এখান থেকে খুব কাছেই আছে মানেদারা ভিউ পয়েন্ট, আর পঞ্চমী ফলস। এছাড়াও, এখন থেকে ডেলো, লাভা লোলেগাঁও, রিশপ ঘুরে আসতে পারেন। এনজেপি থেকে এই গ্রামের পথ মাত্র তিন ঘন্টার। তাই, হিমেল মরসুমে বেশি চিন্তা না করে ঝটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন হ্যাপি ভিলেজের ঠিকানায়। মন ‘হ্যাপি’ হবেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।