Weather News: প্রতিপদের সকালে ঝলমলে আকাশ, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

Published : Oct 15, 2023, 06:48 AM IST

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ।

PREV
16

আশ্বিনের শারদপ্রাতে চারিদিকে পুজো পুজো রব, আবহাওয়ার খেয়ালিপনাতেও তার অন্যথা নেই। 

26

মহালয়রার পরদিন প্রতিপদের সকালেও বাংলার আকাশ একেবারে ঝলমলে, রোদ্দুরের তেজে স্বাভাবিকের চেয়ে বেশিই রয়েছে তাপমাত্রা। 

36

তবে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, আজ রাত থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। 

46

রবিবার দক্ষিণবঙ্গে অত্যন্ত সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। 

56

অন্যদিকে, উত্তরবঙ্গের ৫ জেলায়, অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও অতি সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

66

উত্তরবঙ্গেও পার্বত্য জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। দুর্গাপুজোর দিনগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories