Weather News: মহালয়ার সকালে ঘাটে ঘাটে তর্পণ, আবহাওয়ায় বিক্ষিপ্ত মেঘলা আকাশ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে, দুর্গাপুজোর সময় থেকেই বঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। 

Sahely Sen | Published : Oct 14, 2023 1:18 AM IST
16

১৪ অক্টোবর, শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় বাংলার আকাশে ভরা শরতের মেঘ। প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর প্রস্তুতি তুঙ্গে। 

26

সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণের জন্য অপেক্ষারত সাধারণ মানুষ। আবহাওয়াও শুভ ক্ষণের জন্য অনুকূল।

36

এই পরিস্থিতিতে উমার আগমনীতে দেখা যাচ্ছে ঝলমলে আকাশ। আপাতত বৃষ্টি হওয়ার খুব-একটা সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

46

দক্ষিণবঙ্গের আকাশ শুষ্ক থাকলেও বিক্ষিপ্তভাবে জমতে পারে মেঘ। অন্যদিকে উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

56

উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় শনি ও রবিবার অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে। 

66

তবে, হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে, দুর্গাপুজোর সময় থেকেই বঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। সপ্তমীর পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos