বাংলায় এখনও ফুরফুরে দুর্গাপুজোর মেজাজ। ভাসান-নাচের পরেও আবহাওয়ায় শরতের ছোঁয়া। তারই মধ্যে আবহাওয়ায় বদলের ইঙ্গিত।
Sahely Sen | Published : Oct 27, 2023 1:13 AM IST / Updated: Oct 27 2023, 07:12 AM IST
বিজয়া দশমী কেটে গিয়ে আজ ত্রয়োদশী। কলকাতায় ভরপুর পূজা কার্নিভালের উন্মাদনা, তারই মধ্যে আবহাওয়ায় বদলের ইঙ্গিত।
ভাসান-নাচের পরেও আবহাওয়ায় অব্যাহত শরতের ছোঁয়া। তারই মধ্যে কড়া নাড়ছে হেমন্ত। শুক্রবার নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আপাতত শুষ্কই থাকবে, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই আকাশ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল।
কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।