আগামী এক সপ্তাহের শীতের এমনটই আমেজ থাকবে। শুষ্ক আবহাওয়াই বর্তমান থাকবে। তেমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
তাপমাত্র ২ ডিগ্রি কম
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তাপমাত্রার পারদ নিম্নগামী। স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম।
কলকাতার তাপমাত্রা
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় কম।
উত্তরবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও তাপমাত্রা ছিল নিম্নগামী। দুই দিনাজপুর, মালদা তাপমাত্রা নামছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিক ছিল কুয়াশায় ঢাকা।
আগামী কয়েক দিন
আলাপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিন গোটা রাজ্যেই হিমেল হাওয়ার দাপট বাড়বে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
আগামী কয়েক দিনের আবহাওয়া
আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক হাওয়ার দাপট বাড়বে। আর সেই কারণে তাপমাত্রাও হবে নিম্নগামী।শ্রীনিকেতনে আজ ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
কয়েকটি এলাকার আজকের তাপমাত্রা
দমদমে ১৭ ডিগ্রি সেলসিয়াস, হাওড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস,দিঘা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। দমদম ১৭. ২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া ১৩ ডিগ্রি সেলসিয়াস। বীরভূম ঝাড়গ্রাম ১৪ ডিগ্রি সেলসিয়াস। দুই বর্ধমানে ১৬ ডিগ্রি সেলসিয়াস।