শীতের আমেজের মাঝেই ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস, আবারও কি ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ?

Published : Nov 05, 2022, 10:03 PM IST
Weather

সংক্ষিপ্ত

আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করবে। ঘূর্ণাবর্তের বিশেষ প্রভাব না পড়লেও এর জের রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

অক্টোবরের শেষ থেকেই হেমন্তের হিমেল পরশে ভাসছে রাজ্য। দশকের শীতলতম অক্টোবরের পর এবার কনকনে শীতের অপেক্ষায় বাংলা। কিন্তু অন্য কথা বলছে আলিপুর। নভেম্বরে শীতের আমেজের মাঝেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। নভেম্বরের শুরু থেকেই ২০-এর আশেপাশে ঘুরছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে শিড়শিড়ে ঠান্ডা থাকলেও বেলা গড়াতেই বাড়ছে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়তে এখন কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। এর মাঝেই আবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করবে। ঘূর্ণাবর্তের বিশেষ প্রভাব না পড়লেও এর জের রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ৫ নভেম্বর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও থাকবে ৯৩ শতাংশ। জেলাগুলির মধ্যে আজ বাঁকুড়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির তাপমাত্রা সবচেয়ে কম, পারদ রয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, তাপমাত্রার হিসেবে জলপাইগুড়ির চেয়েও কমে গেছে কলকাতার তাপমাত্রা। জলপাইগুড়িতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গ ছাড়া প্রায় সব জেলাতেই বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই আকাশ মূলত শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, মালদহ ও দক্ষিণ ২৪ পরগণার আকাশে হালকা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। গাঙ্গেয় উপকূলের আবহাওয়া আজ শান্ত থাকবে বলেই জানা গেছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রার ফারাক দাঁড়াতে পারে বেশ অনেকটাই। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা হতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আরও পড়ুন - 

সপ্তাহ জুড়ে শুকনো আবহাওয়া, জলপাইগুড়ির চেয়েও কমে গেল কলকাতার তাপমাত্রা

সায়গল হোসেনকে আর নিজেদের হেফাজতে রাখতে চায় না ইডি, আদালতের নির্দেশ মেনে ঠাঁই হল তিহাড় জেলে

স্বাভাবিকের চেয়ে নিম্নমুখীই রয়েছে তাপমাত্রার পারদ, এখনই কি শীত এসে গেল বাংলায়?

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি