Weather News: খুব তাড়তাড়ি আসছে শীত, উত্তুরে হাওয়ার সুখবর শোনাল হাওয়া অফিস

আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুষ্ক হাওটার দাপট ধীরে ধীরে বাড়তে পারে। তবে মাঝ নভেম্বরের আগে শীত পড়ার কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস।

 

Saborni Mitra | Published : Nov 7, 2024 1:28 PM IST / Updated: Nov 07 2024, 08:49 PM IST
18
ছট পুজোর আবহাওয়া

শুক্রবার ছট পুজো। শুক্রবার আবহাওয়া থাকবে মনোরম। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিন থাকবে রৌদ্র উজ্জ্বল।

28
তাপমাত্রা কমবে না

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাতাসে জসীয় বাষ্পের কারণে সাকলের দিকে কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তারি হবে। তবে এখনও পর্যন্ত শীতের আমেজের কোনও সম্ভবনা নেই।

38
রবিবার বৃষ্টি

রবিবার জগদ্ধাত্রী পুজো। সেই দিন আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস হল পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । তবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই।

48
শীত আটকে

আবহাওয়াবীদরা মনে করছেন শীত আটকে রয়েছে ঘূর্ণাবর্তের কারণে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্য ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের ওপর।

58
ঘূর্ণাবর্তের অবস্থান

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে রয়েছে। অন্য ঘূর্ণাবর্তের অবস্থান বাংলাদেশের ওপর।

68
শীতের আমেজ

নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।

78
১৫ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১৫ নভেম্বর থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। সেই সময় থেকেই বাড়বে শীতের আমেজ।

88
আগামী ৭ দিনের আবহাওয়া

আলিপুর হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৭ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে প্রবল শীত থাকবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos