বাংলার ঘাটে ঘাটে বাজবে মুখ্যমন্ত্রীর গান! এবার ছট পুজো উপলক্ষে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার ঘাটে ঘাটে বাজবে মুখ্যমন্ত্রীর গান! এবার ছট পুজো উপলক্ষে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Anulekha Kar | Published : Nov 7, 2024 11:17 AM IST / Updated: Nov 07 2024, 04:48 PM IST

17

এবার ছটপুজো উপলক্ষে বাংলার ঘাটে ঘাটে বাজতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান।

27

উত্তর প্রদেশ-সহ দেশের একটি বড় অংশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই উৎসব। সামাজিক মাধ্যমেও ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ছটের গান।

37

বুধবার পোস্তার জগদ্ধার্থী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, "ছট পুজো উপলক্ষ্যে আপনাদের অনেক অনেক শুভকামনা। আমি ছটের জন্য একটি গানও লিখেছি। এই গানের কথা আমার। যদি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা চাইছি।

47

ছটি মায়ের জন্য আমি এই গান বানিয়েছি। আপনারা ঘাটে গিয়ে শুনতে পাবেন এই গান। আমাদের পুলিশ এই গান ঘাটগুলিতে বাজাবে। আমি পেনড্রাইভ দিয়ে দিয়েছি। আমার ফেসবুকে দেখা যাবে।"

57

এবার সেই গানই বাজতে পারে বাংলার ঘাটে ঘাটে। এদিন মুখ্যমন্ত্রী অবাঙালিদের উদ্দেশ্যে আরও জানান, “বাংলায় থেকে বাংলাকে নিজের ঘর ভাবুন। নিজের না ভাবলে হবে কী করে?”

67

মুখ্যমন্ত্রী বলেন, “এই এলাকা বহুভাষাভাষীদের। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে থাকেন। এখানে কে কী খাবে, কে কী পড়বে, কে কী বলবে নিয়ে কোনও জাতিগত সমস্যা নেই। মানবিকতা আসলে মানবিকতাই হয়। আপনারা আমাদের ভাই-বোন।”

77

প্রতিবছর দুর্গাপুজোয় গান বানান মমতা বন্দ্যোপাধ্যায় এবার ছটপুজোতেও প্রকাশ্যে এল দিদির নতুন গান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos