আজ দক্ষিণবঙ্গের শীতলতম স্থান কল্যাণীয সোমবার নদিয়ার কল্যাণীতে তাপমাত্রার পারদ নেমেছিল ৭ ডিগ্রিতে। আজ শ্রীনিকেতনের তাপমাত্রা ৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গের বাকি জেলার তাপমাত্রার পারদও নিম্নগামী। আজও পুরুলিয়াতে দেখা গেছে ভূমি তুষার। উত্তরবঙ্গের আবহাওয়ারও বিশেষ কোনও পরিবর্তন হবে না।
রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ অর্থাৎ গতকাল দিনের তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।