সংক্রান্তিতে আরও বাড়বে শীতের দাপট! জানুন হাওয়া অফিসের পারদ পতনের পূর্বাভাস

Published : Jan 12, 2026, 06:49 AM IST

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রার ওঠানামা জারি। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে এবং পৌষ সংক্রান্তির দিন পারদ অনেকটা নামতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকলেও, দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

PREV
15
সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। কলকাতা সহ বাকি জেলাতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা। বুধবার সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ।

25
পৌষ সংক্রান্তিতে ফের নামবে পারদ

পৌষ সংক্রান্তিতে ফের নামবে পারদ। পৌষের শেষ দিন এবং মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিস্কার। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০ ডিগ্রি। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে।

35
শীতের স্পেল বজায় থাকবে

উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতল দিনের পরিস্থিতি উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায়। হাড়কাঁপানো ঠান্ডা থেকে আপাতত মুক্তি। তাপমাত্রা কিছুটা কমলেও শীতের স্পেল বজায় থাকবে পৌষের শেষে। মকর সংক্রান্তিতে বুধবার ফের কমবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পূর্বাভাস। জমিয়ে শীতের মরশুম চলবে মাঘ মাসের প্রথমে।

45
আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা

আগামী ৪৮ ঘন্টা একই রকম থাকবে তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশ। আজ তাপমাত্রা সামান্য কমলেও আগামীকাল থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১৪/১৫ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

55
আজ ঘন কুয়াশার সতর্কবার্তা

উত্তরবঙ্গের ছয় জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কিছুটা বাড়লো পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা আগেই ছিল পূর্বাভাস।

Read more Photos on
click me!

Recommended Stories