বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পে আটকে উত্তুরে বাতাস, ২০২৪-এর শুরুর দিনে কেমন থাকবে আবহাওয়া?
বর্ষবরণের দিনেও কনকনে ঠান্ডা উধাও! অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে নতুন বছরের প্রথম দিনে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী ৪-৫ দিন বঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।
কলকাতা সহ দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যার ফলে বাধা পাচ্ছে উত্তরের ঠাণ্ডা বাতাস।
চলতি সপ্তাহেই এই অস্বস্তিকর পরিস্থিতি চলে যাবে এবং আবার বাংলায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, দার্জিলিং এবং কালিম্পং জেলার উঁচু পার্বত্য অঞ্চলে বরফ পড়ার সম্ভাবনা অব্যাহত রয়েছে। হালকা বৃষ্টিও হতে পারে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরের প্রত্যেকটি জেলাতেও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আপাতত আগামি ৪-৫ দিন আকাশ শুষ্ক থাকবে। বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস নেই।