আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার আকাশের মুখভার
ভোরের দিকে হালকা বৃষ্টি হয়েছিল। তারপর থেকেই মুখভার আকাশের। কলকাতায় এখনও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার তাপমাত্র
হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতা সর্বোচ্চো ও সর্বনিন্ম তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ . ২ ডিগ্রি সেলসিয়াল। স্বাভাবিকের তুলনায় পাঁচ ও ২ ডিগ্রি কম।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতা
কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ । যা বৃষ্টির বার্তা বহন করে। হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিনও কলকাতায় ভারী থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উপকূলবর্তী জেলার জন্য পূর্বাভাস
উপকূলবর্তী জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের সতর্কতাও রয়েছে উপকূলবর্তী এলাকার জন্য।
বেশি বৃষ্টি হবে
এদিন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাজ পড়ার সম্ভাবনাও রয়েছে। তাই সাধারণকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস
উত্তর বঙ্গের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস
নিম্নচাপের কারণে বৃষ্টি
নিম্নচাপের প্রভাবে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। উত্তর ছত্তিশগড়েক কাছাকাছি রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। অন্য অক্ষরেখাটি রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তারই জেরে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
টানা বৃষ্টিতে স্বস্তি
টানা আর ভারী বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নগামী। দীর্ঘ দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ >
জমা জলে বিপত্তি
বুধবার প্রবল বৃষ্টির কারণে জমা জলে বিপত্তি বাড়ে। সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। তবে এদিন সকাল থেকেই জমা জলের সমস্যা কমতে শুরু করেছে।