কয়েক দিন আগেই প্রবল বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাংলার বিস্তীর্ণ এলাকা। বুধবার থেকে বৃষ্টির জেরে জল আরও বাড়ছে।
প্লাবিত এলাকা
দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি- সহ একাধিক জেলায় বিপর্যস্ত জনজীবন।
পুজোর বাকি কয়েক দিন
পুজোর মধ্যে এই এলাকা পুরোপুরি জলমুক্ত হবে, তেমন কোনও আশা নেই। কিন্তু তার ওপর নতুন করে দুর্যোগের আশঙ্কা
মৌসম ভবনের পূর্বাভাস
দুর্গাপুজোয় কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন।
পুজোয় বৃষ্টি বাংলায়
মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, ৩ অক্টোবর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে। ৪-১০ অক্টোবর পর্যন্ত সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হবে।
পুজোর সপ্তাহে বৃষ্টি
দুর্গাপুজোর সপ্তাহে বৃষ্টি আলিপুর হাওয়া অফিসের বার্তা আনুযায়ী দুর্গাপুজোর সপ্তাহে গোটা বাংলায় সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে।
আবহাওয়ার উন্নতি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে। বৃষ্টি কিছুটা হলেও কমবে।
বৃষ্টি বাড়বে উত্তরে
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
অক্টোবরের প্রথম সপ্তাহে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ১ অক্টোবর, মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়বে।
বর্ষা বিদায় ?
পুজোর মুখেই বৃষ্টির খবর দিয়েছে আলিপুর হওয়া অফিস। কিন্তু রাজ্যে বর্ষা কবে বিদায় নেবে তা নিয়ে এখনও কোনও বার্তাই দেয়নি আবহাওয়া দফতর। রাজস্থান থেকে বিদায় নিয়েছে বর্ষা