সোমবারও কোনও কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াজনিত অস্বস্তিও থাকবে অব্যাহত।
একটানা কয়েকদিন বৃষ্টির পর সপ্তাহের শুরু থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে।
আকাশ পরিষ্কার থাকায় চড়েছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে বেড়েছে আবহাওয়াজনিত অস্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
তবে, বিক্ষিপ্তভাবে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৫ শতাংশের কাছাকাছি।
উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার আবহাওয়া থাকবে শুষ্ক। তবে বিক্ষিপ্তভাবে মেঘ জমে বৃষ্টি হতে পারে।
দার্জিলিং জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জেলায়।