তৃতীয়ার সকাল থেকেই ৪ জেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি! কলকাতা সহ আশেপাশের জেলাগুলির আকাশও মেঘাচ্ছন্ন।
Sahely Sen | Published : Oct 17, 2023 1:43 PM / Updated: Oct 17 2023, 02:29 PM IST
শ্রীভূমি থেকে মুদিয়ালি, দুর্গাপুজোর প্রতিপদের আগে থেকে কলকাতার রাস্তায় যে পরিমাণ ভিড় জমছে, তাতে মানুষের উৎসাহ দেখে হাসিমুখে সামিল হয়েছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়াও।
কিন্তু, এ কি! তৃতীয়ার দিন সকাল থেকেই বেজার মুখ করে আছে আবহাওয়া!
তৃতীয়ার সকাল থেকেই ৪ জেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি! কলকাতা সহ আশেপাশের জেলাগুলির আকাশও মেঘাচ্ছন্ন।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার সকাল থেকে বাংলার আকাশ মোটামুটি শুষ্ক থাকলেও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি।
বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কমে গেছে অনেকটাই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গেছে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় সামান্য বৃষ্টিপাতের দেখা মিলছে। তবে, মূলত দুই বঙ্গের আবহাওয়া মঙ্গলবার দুপুর পর্যন্ত কিছুটা শুষ্কই রয়েছে।
দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরোনো নিয়ে বাঙালির উৎসাহের শেষ নেই। কিন্তু, আচমকা বৃষ্টি নেমে গেলে গরমের হাঁসফাঁস কমে যাবে ঠিকই, কিন্তু, নতুন জামাকাপড়ে কাদা লেগে যাবার ভয়ে চিন্তিত হয়ে পরেছেন অনেকেই।