দেবীপক্ষের সূচনা থেকেই বাংলার আকাশ ঝলমলে, সকলের প্রিয় মা দুর্গা এবার আসছেন ঘোড়ায় চড়ে।
ভিড়ের ঢেউয়ে কলকাতার সমস্ত বড় পুজো মণ্ডপকে উৎসাহীদের পরিসংখ্যানে টেক্কা দিয়েছে শ্রীভূমি। দ্বিতীয়াতেও সেই ধারা অব্যাহত রাখতে চাইছেন মণ্ডপ-প্রেমী জনতা।
উৎসবের আমেজের সঙ্গে পাল্লা দিয়ে আবহাওয়াও আজ খোশমেজাজে। সোমবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে একেবারে পরিষ্কার।
দুর্গাপুজোর দ্বিতীয়ার দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি সামান্য বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকতে পারে মেঘলা আবহাওয়া।
Sahely Sen