মার্চের মাঝামাঝি থেকেই গরমে পুরছে রাজ্যবাসী। এখন থেকেই হাঁসফাঁস অবস্থা সকলের।
গ্রীষ্মের দাবদাহে নাকাল হচ্ছে দক্ষিণের রাজ্যগুলো। সকালে থাকছে পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম।
তীব্র গরম আসতে যে বেশি দিন বাকি নেই। তা বুঝে গিয়েছেন সকলেই।
এরই মাঝে এল বৃষ্টির খবর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দোলের দিন হবে বৃষ্টি।
তবে, দোলের দিন দক্ষিণবঙ্গের সব জেলা থাকবে শুষ্ক। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবারে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ চার জেলায় হতে পারে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুর দুয়ারে হতে পারে বৃষ্টি।
রবিবারও বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
তবে, কলকাতায় কিংবা দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভবনা নেই।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত আগামী কয়েকদিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Sayanita Chakraborty