দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়লেই বাড়ছে মেঘের ঘনঘটা। মহিষাসুরের বদলে বর্ষাসুরই বাঙালির পুজোটা মাটি করবে কিনা, সেই আশঙ্কায় ভুগছে আমজনতা।
তৃতীয়ার পর চতুর্থীর দুপুরেও কলকাতার আকাশে ঘন কালো মেঘ। উপকূলীয় জেলাগুলিতে শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি।
দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে, অন্যান্য জেলাগুলিতে আকাশ মূলত শুষ্কই থাকবে বলে আশা করা হচ্ছে।
চতুর্থীর দিন উত্তরবঙ্গের সমস্ত পার্বত্য জেলাতেই আকাশ মেঘলা। দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও।
বৃষ্টির ফলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গেছে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
অন্যদিকে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামি ৪-৫ দিন উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই তাপমাত্রা একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।