বঙ্গে শীত আসার পথে প্রধান বাধা এখন ঘূর্ণিঝড় 'মিগজাউম'। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি এই নিম্নচাপের প্রভাবে এখন শীতের আমেজ আপাতত ব্যাকফুটে।
27
আকাশ মেঘলা থাকার দরুন রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে। ভোরের দিকে সামান্য শীতের আমেজ বজায় রয়েছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
37
সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
47
মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।
57
আবহবিদদের অনুমান, ঘূর্ণিঝড় মিগজাউমের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে ।
আসন্ন সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, পার্বত্য এলাকা ছাড়া অন্যান্য জেলাগুলিতে রবিবার মূলত আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা।