এরপরই প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, চালান ছাড়়া দেহ ময়নাতদন্তের জ্য গ্রহণ করা যায় না? উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিবাল বলেন, এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই। রাজ্য জানিয়েছে, হাইকোর্টের কেসডায়েরিতে চালান ছিল।