বহু জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। চলতে পারে একটানা রবিবার পর্যন্ত।
জানুয়ারির শেষ দিনেই বাংলা থেকে গায়েব হয়েছে শীত। তাপমাত্রার পারদ চড়েছে প্রায় ১৬ ডিগ্রির কাছাকাছি।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধ, বৃহস্পতি হয়ে টানা শুক্রবার পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতাতেও ৩ দিন ধরে একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, তার পরিমাণ থাকবে সামান্য।
শুক্রবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে। অতএব, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পারতপক্ষে শীত ফেরার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গেও জেলায় জেলায় তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি উঠে গেছে। জাঁকিয়ে ঠাণ্ডা কিছুটা কম।
দার্জিলিং জেলায় বৃষ্টি শুরু হয়েছিল আগেই। বুধবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। চলতে পারে একটানা রবিবার পর্যন্ত।
৩ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার বাংলায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।