শেষবেলায় শীতের 'কামড়'! কলকাতায় পারদ পতন, কালিম্পং-কে ঠান্ডায় হারালো বীরভূম

Published : Jan 16, 2026, 12:57 PM IST

Weather updateছ আবারও কলকাতার তাপমাত্রা নিম্নগামী। তবে শীতের শেষবেলাতেও উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গ। এদিন আবারও পাহাড়ি কালিম্পংকে হারিয়ে দিল লালমাটির বীরভূম। 

PREV
15
শীতের 'কামড়'

আবারও কলকাতার তাপমাত্রা নিম্নগামী। তবে শীতের শেষবেলাতেও উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গ। এদিন আবারও পাহাড়ি কালিম্পংকে হারিয়ে দিল লালমাটির বীরভূম। পাল্লা দিয়ে তাপমাত্রা নিম্নগামী নদিয়ারও। রাজ্যের শীতলতম স্থানে সেকেন্ড দক্ষিণবঙ্গের জেলা।

25
কলকাতার তাপমাত্রা

গত দুই দিন কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ছিল। কিন্তু শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায়২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে আবহাওয়া কিছুটা হলেও বদলাতে পারে।

35
উত্তরবঙ্গকে টেক্কা দক্ষিণবঙ্গের

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক স্থানের তাপমাত্রা দক্ষিণের জেলাগুলির থেকে বেশি। যেমন কালিম্পং-এর তুলনায় তাপমাত্রা কম বীরভূম আর নদিয়ায়।

45
রাজ্যের শীতলতম স্থান

রাজ্যের শীতলতম স্থান দার্জিলিং। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দ্বিতীয় স্থানেই রয়েছে শ্রীনিকেতন। শুক্রবার সেখানে পারদ নেমেছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। তারপরেই রয়েছে কল্যণী। তাপমাত্রা ৮.৪ ডিগ্রি। আর হিমালয়ের কোলে অবস্থিত কালিম্পং-এর তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি। তাই পাহাড়ি জেলার তুলনায় বেশি শীত দক্ষিণের জেলাগুলিতে।

55
আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পর থেকে ধীরে ধীরে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী দুই থেকে এক দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

Read more Photos on
click me!

Recommended Stories