Weather Report: নভেম্বর মাসেই জাঁকিয়ে শীত কলকাতায়? আজও তাপমাত্রার পারদ নামল অনেকটাই

শীতের আমেজ গোটা বঙ্গে। কলকাতার তাপমাত্রা হুহু করে নামছে। কিন্তু এরই মধ্যে প্রশ্ন বাংলায় কী নভেম্বরেই কনকনে ঠান্ডা পড়বে। জানুন কী বলেছে আলিপুর হাওয়া অফিস।

 

Saborni Mitra | Published : Nov 18, 2024 3:48 PM IST
18
শীতের আমেজ কলকাতায়

নভেম্বরের মাঝখান থেকেই শীতের আমেজ কলকাতায়। তাপমাত্রাও নামছে। দীর্ঘ দিন পরেই নভেম্বরেই শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

28
পারদ পতন

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে গতকালের মত আজও তাপমাত্রার পারদ নিম্মগামী।

38
আজ কলকাতার তাপমাত্রা

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা আরও একটি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি।

48
পারদ নিম্নগামী

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস চলতি মরশুমে এই প্রথম তাপমাত্রার পারদ এতটা নিম্নগামী হল। আগামী দিন তাপমাত্রার আরও একটু নামবে।

58
বাংলায় শীতের আমেজ

দক্ষিণবঙ্গের জেলাগুলির মত পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা পারদ নিম্নগামী। সোমবার থেকে ভরপুর শীতের আমেজ বাংলায়।

68
কুয়াশা নিয়ে সতর্কতা

ভোরবেলা আর রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

78
বৃষ্টির পূর্বাভাস

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ থাকবে পরিষ্কার বাড়বে শুষ্ক হাওয়া বা হিমেল হাওয়ার দাপট।

88
নভেম্বরেই কনকনে ঠান্ডা

তাপমাত্রার এই পতনে প্রশ্ন উঠতে শুরু করেছে নভেম্বরেই কী কনকন ঠান্ডা পড়বে। কিন্তু মৌসম ভবন জানিয়েছে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না। তার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত। তাপমাত্রা কমলেও এখনও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই।

Share this Photo Gallery
click me!

Latest Videos