Weather updates: বাড়বে অসহ্য গরম, এক ধাক্কায় তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে, ভোগান্তির শিকার রাজ্যবাসী

Published : May 08, 2025, 06:51 AM IST

Weather updates:আগামী তিন দিনের মধ্যে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি মতো বাড়বে গরম। এই রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে চার থেকে ছয় জেলায়। কলকাতায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌঁছাবে।

PREV
111

ফের আসছে ভ্যাপসা গরমের দিন। ক্রমে বাড়ছে গরমের পারদ। আজ বৃহস্পতিবার থেকে একাধিক রাজ্যে জারি হল তাপপ্রবাহের সতর্কতা। এই তালিকায় রয়েছে বাংলার নাম।

211

আগামী তিন দিনের মধ্যে প্রায় ৩থেকে ৫ ডিগ্রি মতো বাড়বে গরম। এমনই জানাল হাওয়া অফিস। গরম থাকবে রবিবার পর্যন্ত।

311

এই রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে চার থেকে ছয় জেলায়। কলকাতায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌঁছাবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে বাড়বে তীব্র গরম।

411

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়টি জেলায় চলবে তাপপ্রবাহ। তালিকায় আছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরলিয়া, ঝাড়গ্রামের একটি দুটি জায়গা।

511

৯ মে শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু জায়গা।

611

শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলায় এই দুই দিন ভ্যাপসা গরম থাকতে চলেছে। ফলে আরও বাড়বে অস্বস্তি।

711

শনি ও রবি থাকবে গরম। শনি ও রবিতে তাপপ্রবাহের সম্ভবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। ফের বাড়বে অসহ্য গরম।

811

দক্ষিণবঙ্গে যখন চলবে তাপপ্রবাহ তখনই উত্তরবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ পাঁচ জেলাতে হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

911

তেমনই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়ার পরিবর্তন হবে শুক্রবার থেকে। এই তিন জেলায় গরম ও অস্বস্তিকর পরিবেশ বাড়বে।

1011

এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

1111

আজ বৃহস্পতিবার থেকে বাড়বে গরম। চলবে তাপপ্রবাহ। সপ্তাহান্তে গরম ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে খবর।

click me!

Recommended Stories