ফের আসছে ভ্যাপসা গরমের দিন। ক্রমে বাড়ছে গরমের পারদ। আজ বৃহস্পতিবার থেকে একাধিক রাজ্যে জারি হল তাপপ্রবাহের সতর্কতা। এই তালিকায় রয়েছে বাংলার নাম।
আগামী তিন দিনের মধ্যে প্রায় ৩থেকে ৫ ডিগ্রি মতো বাড়বে গরম। এমনই জানাল হাওয়া অফিস। গরম থাকবে রবিবার পর্যন্ত।
এই রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে চার থেকে ছয় জেলায়। কলকাতায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌঁছাবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে বাড়বে তীব্র গরম।
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়টি জেলায় চলবে তাপপ্রবাহ। তালিকায় আছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরলিয়া, ঝাড়গ্রামের একটি দুটি জায়গা।
৯ মে শুক্রবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু জায়গা।
শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলায় এই দুই দিন ভ্যাপসা গরম থাকতে চলেছে। ফলে আরও বাড়বে অস্বস্তি।
শনি ও রবি থাকবে গরম। শনি ও রবিতে তাপপ্রবাহের সম্ভবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। ফের বাড়বে অসহ্য গরম।
দক্ষিণবঙ্গে যখন চলবে তাপপ্রবাহ তখনই উত্তরবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ পাঁচ জেলাতে হবে বিক্ষিপ্ত বৃষ্টি।
তেমনই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়ার পরিবর্তন হবে শুক্রবার থেকে। এই তিন জেলায় গরম ও অস্বস্তিকর পরিবেশ বাড়বে।
এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃহস্পতিবার থেকে বাড়বে গরম। চলবে তাপপ্রবাহ। সপ্তাহান্তে গরম ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে খবর।
Sayanita Chakraborty