ক্রমে বাড়ছে গরমের পারদ। আজ বুধবার থেকে কমতে শুরু করেছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সূত্রের খবর আরও বাড়বে গরম।
উইকেন্ডে শুষ্ক আবহাওয়া ও উষ্ণতার ছোঁয়া অধিক মাত্রায় অনুভব করতে পারেন রাজ্যবাসী। এবার চলবে তাপপ্রবাহ।
তাপপ্রবাহ চলবে চার থেকে ছয় জেলায়। কলকাতায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি পৌঁছাবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাড়বে আরও গরম।
আজ বুধবার আছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে. উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে। ফলে এই শহরে নেই স্বস্তি।
শুক্রবার তাপপ্রবাহের সম্ভবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। ফলে ফের বাড়বে অসহ্য গরম।
শুক্রবার থেকে বাড়বে গরম। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে গরম। এমনই জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে উত্তরবঙ্গে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। দার্জিলিং-সহ পাঁচ জেলাতে হবে বিক্ষিপ্ত বৃষ্টি।
তেমনই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়ার পরিবর্তন হবে শুক্রবার থেকে। এই তিন জেলায় গরম ও অস্বস্তিকর পরিবেশ বাড়বে।
এদিকে কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা আছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার থেকে শহর তিলোত্তমাতেও বাড়বে গরম। চলতি সপ্তাহে গরম ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে বলে খবর।
Sayanita Chakraborty