- Home
- West Bengal
- West Bengal News
- Weather Updates: মুহূর্তে বদলাবে আবহাওয়া, রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির পর বাড়বে গরম, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি
Weather Updates: মুহূর্তে বদলাবে আবহাওয়া, রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির পর বাড়বে গরম, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি
Weather Updates: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

গত কদিন ধরে আবহাওয়ার (Weather) পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। কখনও মেঘলা আকাশ তো কখনও কড়া রোদ। মে মাসের সেই তীব্র গরম এখনও অনুভব করেনি রাজ্যবাসী।
গত কয়েকদিন ধরে কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ থাকলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়নি। তবে কমেছে গরমের তীব্রতা।
এবার ফের কবে বৃষ্টি হবে তা নিয়ে আশায় ছিল বঙ্গবাসী। এরই মাঝে রাজ্যবাসীর জন্য এল সুখবর। এবার বৃষ্টির (Rain) পূর্বাভাসের কথা জানাল হাওয়া অফিস।
পূর্বাভাস অনুসারে, মঙ্গলবার ও বুধবার রাজ্যের সব জেলাতেই (Districts) হবে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে খবর।
পূর্বাভাস অনুসারে, মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তেমনই বৃধবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অপেক্ষাকৃত কম হবে। বুধবার বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্বে মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে।
বৃহস্পতি থেকে হবে হাওয়া বদল। বাড়বে গরম। তেমনই শুক্রবার থেকে কলকাতার (Kolkata) আকাশ পরিষ্কার থাকবে। সঙ্গে বাড়বে গরম বলে অনুমান বিশেষজ্ঞদের।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।
রবিবারও কলকাতায় তাপমাত্রার সঙ্গে বইতে পারে শুকনো হাওয়া। সব মিলিয়ে সপ্তাহান্তে বাড়বে গরম- এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
পূর্বাভাস অনুসারে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং-সহ পাঁচ জেলায়। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দু এক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

