মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিধানসভায় বিক্ষোভ, তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মন্তব্যের প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির

বিজেপির আনা মুলতুবি প্রস্তাব প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে এটা রাজ্যের বিষয় নয়। ঘটনার পর থেকেই ফের গণ্ডোগোল শুরু হয় বিধানসভা চত্বরে।

তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর মোদী-শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাবাদে মঙ্গলবার রাজ্য বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। এদিন বিজেপির সেই মুলতুবি প্রস্তাব খারিজ করল বিধানসভার স্পিকার। বিজেপির আনা মুলতুবি প্রস্তাব প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যে এটা রাজ্যের বিষয় নয়। ঘটনার পর থেকেই ফের গণ্ডোগোল শুরু হয় বিধানসভা চত্বরে। স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন,'দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করা কী ভাবে রাজ্যের বিষয় নয়?' ক্রমেই কথা কাটাকাটি বাড়তে থাকে বিধায়কদের মধ্যে। বাকবিতন্ডায় জড়ান শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, চন্দ্রিমা ভট্টাচার্যরাও।

মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর 'দুর্যোধন-দুঃশাসন'র মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিধায়কের মন্তব্যকে কার্যত হাতিয়ার করেই ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সাবিত্রী মিত্রর মন্তব্যের প্রতিবাদে বিধানসভয় মুলতুবি প্রস্তাব জমা দেবে বিজেপি। রবিবার তৃণমূল বিধায়কের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুকথা বলার জেরে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। সোমবারই ঘটনার বিরোধিতায় বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার কথা জানিয়েছিলেন। শুধু তাই নয় অগ্নিমিত্রা পাল-শ সমস্ত দলের মহিলা বিধায়করা নিন্দা প্রস্তাব আনবে বলেও জানানো হয়। মুলতুবি প্রস্তাবও পেশ করা হবে বলে সূত্রের খবর।

Latest Videos

রবিবার মালদার রতুয়ায় দলীয় সভায় তৃণমূলের মহিলা বিধায় সাবিত্রী মিত্র বলেছিলেন,'মমতা বন্দ্যোপাধ্যায়কে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলব।' বিধায়কের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় বইতে থাকে রাজ্য রাজনীতিতে। উল্লেখ্য এখানেই থামেননি তিনি। প্রকাশ্য সভায় ভারতের স্বাধীনতায় গুজরাটের কোনও ভূমিকা নেই বলেও উল্লেখ করেছেন তিনি। এর পর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি।

আরও পড়ুন - 

তৃণমূল বিধায়কের 'দুর্যোধন-দুঃশাসন' মন্তব্যের জেরে এবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব, মোদী-শাহকে নিয়ে কুকথার প্রতিবাদে সরব বিজেপি

'পঞ্চায়েত নির্বাচনে জিতবে শুধু তৃণমূল কংগ্রেস' - আদালতে যাওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায়ের চাঞ্চল্যকর বক্তব্য

হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন দেখা করতে চান অমিত শাহ? ডিসেম্বরেই হবে বিশেষ বৈঠক

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari