মঙ্গলবার প্রশাসনিক সভায় বীরভূমে মুখ্যমন্ত্রী, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হবে?

Published : Sep 23, 2024, 10:20 AM ISTUpdated : Sep 23, 2024, 10:37 AM IST
Shocking story of  Anubrata and Sukanya Mandal

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি জামিন পেয়ে তিহার জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরছেন। ফলে দলের নেতা-কর্মীরা খুশি।

কারাবাস থেকে মুক্তি পেয়েছেন প্রিয় কেষ্ট। ঘটনাচক্রে যেদিন প্রিয় দিদি বীরভূমে প্রশাসনিক বৈঠক করতে যাবেন, সেদিনই বোলপুরের বাড়িতে ফিরবেন তিহার জেল থেকে ছাড়া অনুব্রত মণ্ডল। নিজের জেলায় থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি অনুব্রতর দেখা হবে? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীতে মুখ্যমন্ত্রী যখনই বীরভূম সফরে গিয়েছেন, তখনই তাঁর পাশে দেখা গিয়েছে অনুব্রতকে। বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গ্রেফতার হওয়ার পরেও তাঁর মাথার উপর থেকে দিদির আশীর্বাদের ছায়া সরে যায়নি। ফলে দিদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে তাঁর সঙ্গে দেখা করতে পারেন অনুব্রত।

সোমবার জেলের বাইরে আসতে পারেন অনুব্রত

প্রায় ২ বছর তিহার জেলে আছেন অনুব্রত। তাঁর বিরুদ্ধে গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার জামিন পেয়েছেন বীরভূমের কেষ্ট। কিন্তু এখনও পর্যন্ত তিনি জেলের বাইরে আসতে পারেননি। সোমবার তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন এই তৃণমূল নেতা। এদিনই মুক্তি পেলে তিনি মঙ্গলবার বাড়ি ফিরে আসবেন। ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত। ২ বছরেরও বেশি সময় পর তিনি বাড়ি ফিরছেন। পুজোর আগে কেষ্ট জেল থেকে ছাড়া পাওয়ায় তৃণমূল কংগ্রেস শিবিরে খুশির হাওয়া। মমতাও খুশি হয়েছেন। তিনি বলেছিলেন, ‘কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব।’ এবার সেই সময় এসে গিয়েছে।

ফের দলের হাল ধরবেন অনুব্রত?

২ বছর জেলে থাকলেও, বীরভূমের রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক অনুব্রত। তবে তাঁকে ছাড়াই পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। ফলে অনুব্রতকে ফের জেলায় দলের ভার দেওয়া হবে কি না এখনই বলা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জামিন পেয়েই অনুব্রত মণ্ডলের 'বায়না' শুরু, সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই চাই এই ব্যবস্থাটি

'বীরভূমের বাঘ হয়েই থাকবে বিরোধীরা পালাবে', অনুব্রত মণ্ডলের মুক্তি নিয়ে বড় কথা ফিরহাদ হাকিমের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জম্মুতে পথ দুর্ঘটনায় প্রাণ হারানো সেনাদের শ্রদ্ধায় করা হল যে কাজ! | Doda Accident News | Indian Army
Samik Bhattacharya: ‘একটা পরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্ত…! নেতাজির জন্মদিবসে এ কী বললেন শমীক