হাতে আসেনি পাঠ্যবই, একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবার পিডিএফ আপলোড করছে সংসদ

নতুন পাঠ্যক্রমের বই এখনও পাননি রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়ারা। তাই ভরসা করতে হচ্ছে শুধু পিডিএফ-এর ওপরই।

Subhankar Das | Published : May 31, 2024 1:29 PM IST

নতুন পাঠ্যক্রমের বই এখনও পাননি রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়ারা। তাই ভরসা করতে হচ্ছে শুধু পিডিএফ-এর ওপরই।

প্রসঙ্গত, একাদশ শ্রেণির পাঠ্যক্রমে এসেছে ব্যাপক বদল। কিন্তু নতুন সিলেবাসের সেই বই এখনও পড়ুয়াদের হাতে এসে পৌঁছয়নি। তাই শিক্ষক এবং ছাত্রছাত্রীদের স্বার্থে একাদশ শ্রেণির বাংলা এবং ইংরেজি সহ অন্যান্য বিষয়গুলির পাঠ্যবইয়ের পিডিএফ এবার নিজেদের ওয়েবসাইটে আপলোড করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে সমস্ত বইয়ের ডিজিটাল কপি।

বৃহস্পতিবার, একটি বিজ্ঞপ্তি দেয় তারা। সেখানে বলা হয়, রাজ্য সরকারের তরফ থেকেই উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত বিষয়ের বই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু প্রত্যেক পড়ুয়ার কাছে সেই বই পৌঁছতে কিছুটা সময় লাগবে। তাই সব বিষয়ের পাঠ্যবইয়ের পিডিএফ এবার ওয়েবসাইটে আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এদিকে, আগামী ৩ জুন থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সংসদ। আর গরমের ছুটি শেষ হওয়ার পর, আগামী ১০ জুন থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল। ইতিমধ্যেই বেশ কিছু স্কুল অনলাইন মোডে একাদশ শ্রেণির ক্লাস করানোও শুরু করে দিয়েছে। 

কিন্তু সংশোধিত পাঠ্যক্রমের ওপর ছাপানো পাঠ্যবই যেহেতু এখনও হাতে এসে পৌঁছয়নি, তাই পঠনপাঠনে বেশ সমস্যা হচ্ছিল। মূলত, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। উল্লেখ্য, একাদশ শ্রেণির সিলেবাসে এসেছে আমূল পরিবর্তন। স্বভাবতই, বদল আসবে সমস্ত বিষয়ের পাঠ্যবইতেই। কিন্তু পুরো বিষয়টিতে বেশ খানিকটা সময় লাগবে। তাই বলে তো পড়াশোনা আর বন্ধ থাকতে পারে না।

সেইজন্যই এবার প্রথম নিজেদের ওয়েবসাইটে পাঠ্যবইয়ের পিডিএফ আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। তবে কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে সমস্ত বিষয়ের পাঠ্যবই প্রত্যেক জেলার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে। শোনা যাচ্ছে, শুক্রবারই সংসদের ওয়েবসাইটে সব পিডিএফ আপলোড করে দেওয়া হবে।

সবমিলিয়ে, রাজ্যের স্কুল পড়ুয়াদের স্বার্থে বড় পদক্ষেপ নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Sukanta on Mamata : 'মমতা বাংলায় তালিবানি শাসন চালাচ্ছে'-বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Amdanga TMC News : ঠিক যেন গজনি সিনেমা! ঘরে ঢুকে হাতুড়ির....তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দল! দেখুন
Nadia News : পাচার হচ্ছিল রেশনের বস্তা বস্তা চাল! ধরা পড়তেই টাকা দিয়ে পালানর চেষ্টা, শেষে যা হল!
Daily Horoscope Live: ৩০ জুন রবিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
BJP Team Coochbehar : কোচবিহারে মুসলিম মহিলাকে বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির