Subhankar Das | Published : Jan 3, 2025 12:05 PM
115
)
নির্দিষ্ট নিয়ম মানতে হবে
চলতি জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে রাজ্য সরকারের এই জনপ্রিয় ভাতা দেওয়ার নিয়ম।
215
লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে মানতে হবে নয়া নির্দেশিকা
কিন্তু কী সেই নির্দেশিকা?
315
তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়
বিভিন্ন ভাতার ক্ষেত্রেই প্রতি মাসে ১০০০ থেকে ১২০০ টাকা কিংবা ১৫০০ টাকা করে পাচ্ছেন রাজ্যের মানুষ।
415
ভাতার তালিকা
বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী কিংবা তরুণের স্বপ্ন-র মতো প্রকল্প রয়েছে এই তালিকায়।
515
অন্যতম খ্যাতি
এই সমস্ত প্রকল্পের মধ্যে সবথেকে বেশি খ্যাতি অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।
615
এই প্রকল্প থেকে মাসে সাধারণ মহিলারা ১০০০ টাকা করে পেয়ে থাকেন
অপ্পরদিকে তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন সরকারের তরফ থেকে।
715
কিন্তু চলতি জানুয়ারি মাস থেকেই চালু হয়ে গেছে নয়া নির্দেশিকা
বদলে যাচ্ছে ভাতা দেওয়ার নিয়ম। এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মানতে হবে নতুন নির্দেশিকা।
915
সিঙ্গেল অ্যাকাউন্ট
যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসে, সেই অ্যাকাউন্টটি অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। তা না হলে সবার আগে সেটি করতে হবে।
1015
নাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) বাতিল হয়ে যাবে
তবে সেখানেই কিন্তু শেষ নয়।
1115
যদি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে,
তাহলেও বন্ধ হয়ে যাবে ভাতা।
1215
অবশ্যই KYC করাতে হবে
যে মহিলা ভাতা নিচ্ছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC সংযুক্তিকরণ বাধ্যতামূলক।
1315
নাহলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে।
1415
আপনার বয়স হতে হবে ২৫-৬০-এর মধ্যে
তা নাহলে সেক্ষেত্রেও ভাতা বন্ধ হয়ে যাবে।
1515
সেইজন্য বয়সের সঠিক প্রমাণপত্রও জমা দিতে হবে
অন্যদিকে, আপনি যদি সরকারি অন্য কোনও সুবিধা ইতিমধ্যেই পেয়ে থাকেন কিংবা কোথাও কর্মরত থাকেন, তাহলেও এই ভাতা আর পাবেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।