রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার নয়া নির্দেশিকা সামনে এল।
চলতি জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে রাজ্য সরকারের এই জনপ্রিয় ভাতা দেওয়ার নিয়ম।
কিন্তু কী সেই নির্দেশিকা?
বিভিন্ন ভাতার ক্ষেত্রেই প্রতি মাসে ১০০০ থেকে ১২০০ টাকা কিংবা ১৫০০ টাকা করে পাচ্ছেন রাজ্যের মানুষ।
বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী কিংবা তরুণের স্বপ্ন-র মতো প্রকল্প রয়েছে এই তালিকায়।
এই সমস্ত প্রকল্পের মধ্যে সবথেকে বেশি খ্যাতি অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।
অপ্পরদিকে তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন সরকারের তরফ থেকে।
বদলে যাচ্ছে ভাতা দেওয়ার নিয়ম। এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মানতে হবে নতুন নির্দেশিকা।
রইল বিস্তারিত
যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসে, সেই অ্যাকাউন্টটি অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। তা না হলে সবার আগে সেটি করতে হবে।
তবে সেখানেই কিন্তু শেষ নয়।
তাহলেও বন্ধ হয়ে যাবে ভাতা।
যে মহিলা ভাতা নিচ্ছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC সংযুক্তিকরণ বাধ্যতামূলক।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে।
তা নাহলে সেক্ষেত্রেও ভাতা বন্ধ হয়ে যাবে।
অন্যদিকে, আপনি যদি সরকারি অন্য কোনও সুবিধা ইতিমধ্যেই পেয়ে থাকেন কিংবা কোথাও কর্মরত থাকেন, তাহলেও এই ভাতা আর পাবেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।