উপনির্বাচনে দাপট দেখাল ঘাসফুল শিবির, জয়ের পর বড় বার্তা দিলেন মমতা

লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গে ফের একবার ঘাসফুল ঝড়। উপনির্বাচনে রাজ্যের চার আসনেই জয় তৃণমূলের। আর তারপরই বড় বার্তা দিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গে ফের একবার ঘাসফুল ঝড়। উপনির্বাচনে রাজ্যের চার আসনেই জয় তৃণমূলের। আর তারপরই বড় বার্তা দিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা উপনির্বাচনেও কার্যত দাপট দেখাল শাসকদল। দাঁতই ফোটাতে পারল না বিরোধীরা। শনিবার, ফলপ্রকাশের পরই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর দমদম বিমানবন্দরে নেমেই ফলাফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

Latest Videos

তাঁর কথায়, “এই জয় আসলে মা-মাটি-মানুষের জয়। এই জয় রাজ্যবাসীকে উৎসর্গ করলাম। চারটের চারটেতেই আমরা ইতেছি।” তবে এই ফলাফলের আলাদা একটি রাজনৈতিক গুরুত্বের কথাও ধরা পড়ল তাঁর কথায়। বিশেষত চারটির মধ্যে তিনটি আসনই বিজেপির হাত থেকে কার্যত ছিনিয়ে নেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটি বিষয়। কোথায়, কে ঠিক কোন ফ্যাক্টরে বাজিমাৎ করলেন, তা ব্যাখ্যা করেন দলনেত্রী।

মুম্বইতে আম্বানিপুত্রের রাজকীয় বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, বিকেল চারটের একটু পরে তিনি কলকাতায় ফিরেছেন। বিমানবন্দরে দাঁড়িয়েই উপনির্বাচনের ফলাফলের জন্য দলের জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, “যে আসন, অর্থাৎ মানিকতলা আমাদের ছিল, তা আমাদেরই আছে। কিন্তু বাকি তিনটি আসনে গত বিধানসভা আর লোকসভা ভোটে বিজেপি জিতেছিল। সেই আসনগুলিতেও আমরা জিতেছি।”

এদিকে জয়ের পরই দলনেত্রী নবনির্বাচিত বিধায়কদের কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, “আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। মানুষের কাজ আমাদের আরও বেশি করে করতে হবে। মনে রাখবেন, আমরা কিন্তু মানুষের জন্যই আছি। তাদের কাজের জন্যই আমরা নির্বাচিত হই। তাই কাজ না করে অন্য কিছু করলে চলবে না।”

তিনি আরও যোগ করেন, “আর এই জয় আমরা আগামী ২১ জুলাই, শহিদ দিবসে (Shahid Diwas) তাদের প্রতি উৎসর্গ করব।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |