উপনির্বাচনে দাপট দেখাল ঘাসফুল শিবির, জয়ের পর বড় বার্তা দিলেন মমতা

Published : Jul 13, 2024, 08:44 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গে ফের একবার ঘাসফুল ঝড়। উপনির্বাচনে রাজ্যের চার আসনেই জয় তৃণমূলের। আর তারপরই বড় বার্তা দিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের পর এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গে ফের একবার ঘাসফুল ঝড়। উপনির্বাচনে রাজ্যের চার আসনেই জয় তৃণমূলের। আর তারপরই বড় বার্তা দিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা উপনির্বাচনেও কার্যত দাপট দেখাল শাসকদল। দাঁতই ফোটাতে পারল না বিরোধীরা। শনিবার, ফলপ্রকাশের পরই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর দমদম বিমানবন্দরে নেমেই ফলাফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

তাঁর কথায়, “এই জয় আসলে মা-মাটি-মানুষের জয়। এই জয় রাজ্যবাসীকে উৎসর্গ করলাম। চারটের চারটেতেই আমরা ইতেছি।” তবে এই ফলাফলের আলাদা একটি রাজনৈতিক গুরুত্বের কথাও ধরা পড়ল তাঁর কথায়। বিশেষত চারটির মধ্যে তিনটি আসনই বিজেপির হাত থেকে কার্যত ছিনিয়ে নেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটি বিষয়। কোথায়, কে ঠিক কোন ফ্যাক্টরে বাজিমাৎ করলেন, তা ব্যাখ্যা করেন দলনেত্রী।

মুম্বইতে আম্বানিপুত্রের রাজকীয় বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, বিকেল চারটের একটু পরে তিনি কলকাতায় ফিরেছেন। বিমানবন্দরে দাঁড়িয়েই উপনির্বাচনের ফলাফলের জন্য দলের জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, “যে আসন, অর্থাৎ মানিকতলা আমাদের ছিল, তা আমাদেরই আছে। কিন্তু বাকি তিনটি আসনে গত বিধানসভা আর লোকসভা ভোটে বিজেপি জিতেছিল। সেই আসনগুলিতেও আমরা জিতেছি।”

এদিকে জয়ের পরই দলনেত্রী নবনির্বাচিত বিধায়কদের কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, “আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। মানুষের কাজ আমাদের আরও বেশি করে করতে হবে। মনে রাখবেন, আমরা কিন্তু মানুষের জন্যই আছি। তাদের কাজের জন্যই আমরা নির্বাচিত হই। তাই কাজ না করে অন্য কিছু করলে চলবে না।”

তিনি আরও যোগ করেন, “আর এই জয় আমরা আগামী ২১ জুলাই, শহিদ দিবসে (Shahid Diwas) তাদের প্রতি উৎসর্গ করব।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট