'বোমা বাঁধা লাঠি চলান সবই সংখ্যালঘুদের করতে হচ্ছে' , তৃণমূল কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক বীরভূমে

বীরভূমের সাাইথিয়ার সংখ্যালঘু নেতা মহম্মদ ইউনুসের বিতর্কিত মন্তব্য করেন। তিনি সিউড়ির কোর কমিটির বৈঠকে শীর্ষস্থানীয় নেতাদের তুলোধনা করেন।

২১ জুলাইয়ের প্রস্তুতি মিটিংএ দলের শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এক সংখ্যালঘু নেতা। তাও আবার অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমে। এক দিকে তৃণমূল নেতার মন্তব্যে যেমন দলের শীর্ষ স্থানে থাকা নেতাদের অস্বস্তি বেড়েছে, তেমনই বোমা বাঁধা লাঠি চালান নিয়ে যারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারও সত্যতা প্রকাশ্যে এসেছে।

বীরভূমের সাাইথিয়ার সংখ্যালঘু নেতা মহম্মদ ইউনুসের বিতর্কিত মন্তব্য করেন। তিনি সিউড়ির কোর কমিটির বৈঠকে শীর্ষস্থানীয় নেতাদের তুলোধনা করেন। তিনি বলেন, 'বোমা বাঁধা থেকে লাঠি চালান সবই সংখ্যালঘুরা করে। যারা বড় দায়িত্ব রয়েছে তারা সংগঠন দেখতে পারছেন না।' তিনি আরও বলেন, দলের উঁচু পদে থাকা নেতাদের এই বিষয়গুলি দেখতে হবে। মহম্মদ ইউনুসের এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমত অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, মহম্মদ ইউনুসের এই মন্তব্য সম্পর্কে জেলা স্তরের নেতাদের জানান হয়েছে। উপযুক্ত পদক্ষেপ করা হবে। এজাতীয় মন্তব্য দল বরদাস্ত করবে না বলেও জানিয়েছেন তিনি।

Latest Videos

তৃণমূল সূত্রের খবর লোকসভা নির্বাচনে তৃণমূল বীরভূমে সবকটি আসন দখল করলেও একাধিক বুথে পিছিয়ে রয়েছে। যা নিয়ে তৃণমূলের মধ্যে ঘরোয়া মতভেদ তৈরি হয়েছে। সেই কথাই আরও একবার প্রকাশ্যে এল ইউনুসের কথায়। তবে এই প্রথম নয় , এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করছেন তৃণমূল নেতা ইউনুস। সাঁইথিয়ায় তৃণমূল নেতা সাবের আলির সঙ্গে নকল কয়েন ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে বলেও দাবি করেছিলেন। এবার অবশ্য ইউনুসের দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh