বুধবার পেশ করা হবে রাজ্য বাজেট। এটাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
211
গুরুত্বপূর্ণ রাজ্য বাজেট
তাই এবার রাজ্য সরকারের কাছে গুরুত্বপূর্ণ রাজ্য বাজেট। রাজ্যের মানুষের কাছেও বাজেট নিয়ে প্রত্যাশা বাড়ছে।
311
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রত্যাশা
লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। তাই এই প্রকল্প ঘিরে সাধারণ মনুষের প্রত্যাশা অনেক বেশি।
411
প্রত্যাশা
লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে রাজ্যে কর্মসংস্থান , মহার্ঘ ভাতা নিয়েও প্রত্যাশা বাড়ছে। এই বাজেটে বড় কোনও ঘোষণা করতে পরে বলেও অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।
511
লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তা
উপভোক্তার সংখ্যা ২.২১ কোটি। খরচ করা হয় ৪৭,৪৯০ কোটি টাকা।
611
লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ
নতুন ৫ লক্ষের উপভোক্তার জন্য় রাজ্য সরকার ইতিমধ্যেই বরাদ্দ করেছে ৬২৫ কোটি টাকা।
711
অনুদান বৃদ্ধি
লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও রাজ্য সরকার বাড়াতে পারে বলে অনুমান। কিন্তু এখনও নবান্ন এই বিষয়ে কিছুই ঘোষণা করেনি। আগামিকালই স্পষ্ট হবে কী করছে রাজ্য সরকার।
811
মহার্ঘ ভাতা
রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই মহার্ঘ ভাতার দিকে তাকিয়ে রয়েছে। বকেয়া টাকার জন্য আন্দোলন থেকে আইনি লড়াই সবকিছুই করছেন তাঁরা। কিন্তু সুফল পাওয়া যায়নি।
911
ডিএ নিয়ে প্রত্যাশা
এই অবস্থায় ডিএ নিয়ে প্রত্যাশ বাড়ছে। কারণ গত দুই বছর বাজেটেই ডিএ ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়।
1011
কত বাড়বে ডিএ
প্রশ্ন এবর ঠিক কত টাকা বাড়বে ডিএ তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নবান্ন এখনও ডিএ নিয়ে কিছুই বলেনি।
1111
নজরে বাজেট
এবারে রাজ্য বাজেটে ৩-৬ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও সরকার তরফে এখনও কিছুই বলা হয়নি। এবারে বাজেটে ঠিক কি কি নিয়ে রাজ্য সরকার চমক দেয় সেই দিকে নজর থাকবে সকলের।