বছরের শেষে ১৫ দিনের টানা ছুটি! দুর্দান্ত ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, দেখে নিন কবে থেকে পাবেন

দারুণ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। তারা বছর জুড়ে নানা ছুটি পান। ফের একটা বড় ছুটি অপেক্ষা করছে তাঁদের জন্য। একটানা ১৫ দিনের ছুটি ঘোষণা করছে সরকার। রাজ্য সরকারি কর্মীরা নতুন করে ছুটি পেতে চলেছেন।

Parna Sengupta | Published : Nov 21, 2024 8:00 AM IST
113

বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ছুটি পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মীরা। বছরের শুরুর দিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটির লিস্ট প্রকাশ করে দেয় সরকার।

213

সেই লিস্ট ধরে সকলে আগে থেকেই জেনে যান সারা বছর ঠিক কবে কবে ছুটি থাকছে। তবে হঠাৎ করেই রাজ্য সরকার নিত্যনতুন ছুটির ঘোষণা করে।

313

যেমন এখন শোনা যাচ্ছে, একটানা ১৫ দিনের ছুটি ঘোষণা করছে সরকার। রাজ্য সরকারি কর্মীরা নতুন করে ছুটি পেতে চলেছেন।

413

তবে রাজ্য সরকারি ছুটি শুধুমাত্র কর্মীদের জন্যই থাকেনা। ছুটির কারণে বন্ধ থাকে রাজ্যের স্কুল, কলেজ এবং অফিস।

513

রাজ্য সরকার লম্বা ছুটির ঘোষণা করে এবার চমকে দিল রাজ্য সরকারি কর্মীদের। ভাবা যায়! দশ দিনের বদলে টানা ১৫ দিনের ছুটি পেতে চলেছেন কর্মীরা।

613

আর এই ছুটি সংক্রান্ত খবর সামনে আসতে তো দারুন আনন্দ পেয়েছেন সকলে। তবে সকলের মনেই এখন একটাই প্রশ্ন। কবে থেকে ছুটি পড়ছে রাজ্যে।

713

আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা কবে থেকে ছুটি পেতে চলেছেন। অকারণ দেরি না করে চটপট ছুটির তারিখের দিকে নজর দেওয়া যাক।

813

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার বিরাট খুশির খবর ঘোষনা হল। বিশেষ এক পরিষেবায় রাজ্যে কর্মরতদের ছুটির সংখ্যা বাড়ল। সরকারি ছুটির সময়সীমাতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

913

এই নতুন নীতি সকল সরকারি কর্মীদের জন্য স্বস্তি আনবে। অনেক সরকারি কর্মী রয়েছেন যারা জনসেবার খাতিরে উৎসবের দিনগুলিতে লাগাতার ডিউটি করেছেন।

1013

উৎসবের দিন গুলিতে কাজ করার জন্য তাঁরা ওই দিনগুলিতে ছুটি পাননি। বহু সরকারি কর্মী উৎসবের দিনগুলিতে জরুরি কালীন কাজ করেছেন। আর তাঁদের জন্যই এই দুর্দান্ত সুখবর এনে দিল রাজ্য সরকার।

1113

সাধারণত, পশ্চিমবঙ্গে কর্মরত বিভিন্ন সরকারি কর্মীরা দুর্গাপুজো থেকে একের পর এক উৎসব যেমন, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার মধ্য দিয়ে একটি দীর্ঘ ছুটি উপভোগ করেন।

1213

তবে, অন্য বিভাগে কর্মরত সরকারি কর্মীরা- পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী এবং পৌরসভার কর্মীরা উৎসবের দিনগুলিতে টানা ছুটি পান না। পরিবর্তে, উৎসবের পর সেই দিনগুলিতে কাজ করার জন্য দশ দিনের জন্য বিশেষ ছুটি পান।

1313

তবে সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, জরুরি পরিষেবায় কর্মরত কর্মীদের জন্য এই বিশেষ ছুটি এবার ১০ দিনের পরিবর্তে ১৫ দিন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos