বাড়েনি ডিএ, তাও বাংলার সরকারি কর্মীরা পাবেন অতিরিক্ত ২৫,৩৫৯ টাকা! হঠাৎ জারি জরুরি বিজ্ঞপ্তি

Published : Nov 21, 2024, 08:56 AM IST

ডিএ বাড়ছে না। আপাতত সেই আশায় জল। কিন্তু তাও ভালো খবর রয়েছে বাংলার সরকারি কর্মীদের জন্য। আচমকাই নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জরুরি নোটিশ নিয়ে এসেছে সুখবর। জেনে নিন

PREV
110

বছর শেষের আগেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধির জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে।

210

গত বছরের মতো এবারও বছর শেষের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর দেন কিনা সেই নিয়ে চর্চা অব্যাহত।

310

এর মাঝেই রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারির খবর সামনে এল।

410

গত ৬ আগস্ট সরকারের অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

510

রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইনস্যুরেন্স (Group Insurance) সম্বন্ধিত সেই বিজ্ঞপ্তি জারি করা হয়।

610

এবার নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীরা গ্রুপ ইনস্যুরেন্সের আওতায় কী কী সুযোগ সুবিধা পাবেন, সেটা জানানো হয়েছে।

710

গ্রুপ ইনস্যুরেন্স বাবদ প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর (Government Employees) মাইনে থেকেই একটি নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হয়। অবসর গ্রহণের সময় সেই টাকা পান তাঁরা।

810

এবার ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৫ অবধি গ্রুপ ইনস্যুরেন্সে কত টাকা সুদ পাওয়া যাবে সেই বিষয়ক বিশদ টেবিল প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতরের তরফ থেকে এই টেবিল প্রকাশিত হয়েছে।

910

চলতি বছর ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মীরা গ্রুপ ইনস্যুরেন্স বাবদ কত সুদ পাবেন, টেবিল জারি করে সেই তথ্য জানিয়েছিল কেন্দ্র। এবার সেই পথে হাঁটল রাজ্য সরকার (Government of West Bengal)।

1010

প্রত্যেক ইউনিট সাবস্ক্রিপশন ১০ টাকা করে হলে যে হিসেব দাঁড়ায়, সেই অনুসারে এই টেবিল প্রকাশিত হয়েছে। টেবিল অনুসারে, ১০ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোনও রাজ্য সরকারি কর্মচারী যদি ১৯৮৭ সালে চাকরিতে যোগ দেন এবং চলতি বছর ডিসেম্বর মাসে তাঁর অবসর নেওয়ার কথা থাকে, তাহলে গ্রুপ ইনস্যুরেন্স বাবদ ২৫,২০৪.১১ টাকা তিনি পাবেন।

click me!

Recommended Stories