প্রত্যেক ইউনিট সাবস্ক্রিপশন ১০ টাকা করে হলে যে হিসেব দাঁড়ায়, সেই অনুসারে এই টেবিল প্রকাশিত হয়েছে। টেবিল অনুসারে, ১০ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোনও রাজ্য সরকারি কর্মচারী যদি ১৯৮৭ সালে চাকরিতে যোগ দেন এবং চলতি বছর ডিসেম্বর মাসে তাঁর অবসর নেওয়ার কথা থাকে, তাহলে গ্রুপ ইনস্যুরেন্স বাবদ ২৫,২০৪.১১ টাকা তিনি পাবেন।