ডিসেম্বর থেকে চারটি কিস্তিতে ঢুকবে বেতন! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন? দোটানায় সরকারি কর্মীরা

ডিসেম্বর থেকে চারটি কিস্তিতে ঢুকবে বেতন! কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন? দোটানায় সরকারি কর্মীরা

Anulekha Kar | Published : Nov 21, 2024 6:10 AM IST
17

বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য় সরকারি কর্মচারীরা। অবশেষে টাকা বাড়াতে রাজি হয়েছে রাজ্য সরকার।

27

সম্প্রতি ৩ শতাংশ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রের মতোই মহার্ঘ্য ভাতা বাড়াল রাজ্য সরকার।

37

এবার কেন্দ্রের মতোই ৩ শতাংশ ডিএ বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলেই রাজ্য সরকারি কর্মীদের মনে খুশির আমেজ।

47

এ ছাড়াও আরও একটি সুখবর দেওয়া হয়েছে। রাজ্যের তরফে বলা হয়েছে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে।

57

মোট চারটি কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ। নবান্নের তরফে জানানো হয়েছে এমনই কথা।

67

সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার বাড়ল আরও ৩ শতাংশ টাকা। সব মিলিয়ে মোট ৫৩ শতাংশে দাঁড়াল ডিএ। ২০২৪-এর জুলাই থেকে কার্যকর হবে এই ভাতা।

77

অন্যদিকে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ডিএ-র টাকা এরিয়ার হিসাবে মোট চারটি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos