রেশনে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম সামগ্রী দেওয়া, খাদ্যসামগ্রী খোলাবাজারে বিক্রি-সহ বহু অভিযোগ উঠেছে। এবার হাল ধরতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের।
এবার থেকে প্রতি সপ্তাহে চারদিন করে বন্ধ থাকবে রেশন দোকান। শনিবার ও রবিবার খোলা থাকবে রেশন দোকান। সোমবার রেশন দোকান সাপ্তাহিক বন্ধের দিন। সেদিন রেশন দোকান থেকে কোনও সামগ্রী পাওয়া যাবে না। বাকি দিনগুলিতে কী হবে? রাজ্য সরকারের নির্দেশ, প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রেশন দোকান বন্ধ রেখে 'দুয়ারে রেশন'-এর ব্যবস্থা করতে হবে। এই চারদিন রেশন দোকানের বদলে অন্য জায়গা থেকে গ্রাহকদের খাদ্যসামগ্রী দিতে হবে রেশন ডিলারদের। কিন্তু তাঁরা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে রেশনের নানা সামগ্রী বিলি করবেন না কাছাকাছি কোনও জায়গায় শিবিরের মাধ্যমে রেশন দেবেন, সেটা স্পষ্ট নয়। কোথাও শিবির করতে হলে রেশন ডিলারদের বাড়তি খরচ হতে পারে। সেই অর্থ কীভাবে জোগাড় হবে, সে বিষয়েও কিছু জানা যায়নি।
'দুয়ারে রেশন' প্রকল্পের মাধ্যমে সমস্যা মিটবে?
রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতেই শুধু নয়, কলকাতার আশেপাশেও রেশন নিয়ে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। খাদ্য দফতরে অনেক অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। এর আগেও 'দুয়ারে রেশন' চালু করার নির্দেশ দিয়েছিল খাদ্য দফতর। কিন্তু নিয়মিত এই ব্যবস্থা চালু নেই। তার বদলে রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী দিচ্ছেন রেশন ডিলাররা। ফলে গ্রাহকদের অভিযোগের সুরাহা হচ্ছে না। এই কারণে এবার কড়া নির্দেশ দিল খাদ্য দফতর।
নিয়মিত চলবে 'দুয়ারে রেশন'?
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে চারদিন রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত দিলেও, এই উদ্যোগ কতদিনের জন্য, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সাধারণ মানুষের আশা, ‘দুয়ারে রেশন’-এর মাধ্যমে সমস্যা মিটবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিনামূল্যে রেশন না দিয়ে কর্মসংস্থানে জোর দিন! রেশন নিয়ে কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের
রেশন কার্ডে বড় পরিবর্তন! এই নয়া নিয়ম অবশ্যই প্রত্যেক কার্ড হোল্ডারদের জানা প্রয়োজন
সর্বনাশ! রেশন বন্ধ হয়ে গেছে? তাহলে এই তিনটি জায়গায় দ্রুত আপনার অভিযোগগুলি জানান