'বাংলার সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন', ডিএ নিয়ে টানাপোড়েনের মধ্যে বড় দাবি আইনজীবীর

Published : Feb 17, 2025, 03:02 PM IST

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন অব্যাহত। বাজেটে রাজ্য সরকার ডিএ ঘোষণার পরেও টানাপোড়েন রয়েছে। এই অবস্থায় ডিএ নিয়ে বড় দাবি আইনজীবীর। 

PREV
111
মহার্ঘ ভাতা নিয়ে দাবি

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েন অব্যাহত। বাজেটে রাজ্য সরকার ডিএ ঘোষণার পরেও টানাপোড়েন রয়েছে। এই অবস্থায় ডিএ নিয়ে বড় দাবি আইনজীবীর।

211
বাজেটে ডিএ বৃদ্ধি

রাজ্য সরকার বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। কিন্তু তাতেও একাংশের স্বস্তি নেই।

311
কেন্দ্র রাজ্য ডিএ ফারাক

রাজ্য সরকারি কর্মী ও কেন্দ্রের সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র ফারাক ৩৯ শতাংশ। সেখানে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ ঘোষণা করায় ফারাক কমে দাঁড়াবে ৩৫ শতাংশে।

411
কেন্দ্রের হারে ডিএ

রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডিএ -র দাবিতে সরব হয়েছিল। কেন্দ্রের হারে ডিএর দাবিতে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই লড়েছে।

511
সুপ্রিম কোর্টে মামলা

ডিএ নিয়ে রাজ্য বনাম রাজ্য সরকারের মামলা এখন চলছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার তারিখ বারবার পিছিয়ে গিয়েছে।

611
পরবর্তী শুনানি

ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ মার্চ। সেই মামলার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা।

711
ডিএ নিয়ে বড় দাবি

ডিএ নিয়ে বড় দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম। তিনি বলেছেন, বাংলার সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাহবেন।

811
ডিএ আইনি অধিকার

আইনজীবী বলেছেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে। কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটা রোপা রুল ২০০৯-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন'

911
সুপ্রিম কোর্টে আর্জি

বারবার পিছিয়েছে ডিএ মামলার শুনানি। আগামী ২৫ মার্চ ডিএ মামলার শুনানি যাতে হয় তারজন্য ইতিমধ্যেই আবেদন জানান হয়েছে, বলেও তিনি জানিয়েছেন।

1011
আইনজীবীর বিশ্বাস

আইনজীবী আরও বলেছেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে। কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার।'তিনি আরও জানিয়েছেন এই মামলার ওপর অনেক রাজ্য সরকারি কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে।

1111
আজ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন

ডিএ নিয়ে যখন একপক্ষ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে বসে রয়েছে, তখন অন্যপক্ষ অর্থাৎ রাজ্যের তৃণমূল ঘনিষ্ট সংগঠন আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানিয়েছেন।

click me!

Recommended Stories