স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার ৪টি বেসরকারি হাসপাতাল-সহ রাজ্যের মোট ১৪২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত স্বাস্থ্য সাথী প্রকল্পের নিয়মে গরমিল। অভিযোগ খতিয়ে দেখে রাজ্যের ১৪২টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে বের করে দিল স্বাস্থ্য দফতর। এই প্রতিষ্ঠানগুলিকে সাময়িকভাবে প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে। অনিয়ম করার অভিযোগ পেয়ে ৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে যে, ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে রোগী ভর্তি করা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
-
কখনও স্বাস্থ্য ব্যবস্থায় অনিয়ম, প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব, কখনও আবার রোগীদের ভর্তি নেওয়ার ত্রুটি, কোনও কোনও হাসপাতালে মানা হচ্ছে না স্বাস্থ্যসাথীর নির্দিষ্ট গাইডলাইন, এরকম বহু অভিযোগে জমা পড়ছিল স্বাস্থ্য দফতরের হাতে। সেই কারণেই, এবার স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার ৪টি বেসরকারি হাসপাতাল-সহ রাজ্যের মোট ১৪২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে।
-
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছিল। সেই তদন্তে ধরা পড়েছে যে, একাধিক হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো নেই। বেশ কতগুলি হাসপাতাল স্বাস্থ্যসাথীর নির্দিষ্ট নিয়ম মানছে না। তার মধ্যে ৪টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সাসপেন্ড করা হয়েছে। এবং এখনও আরও ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। সেইগুলিতে এই মুহূর্তে রোগী ভর্তি নেওয়া বন্ধ রাখতে বলা হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে যে, বিভিন্ন সময় স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নিয়ে যেসব অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে অভিযোগ খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।