বছর শেষে সুখবর! এক ধাক্কায় ৩ হাজার টাকা ভাতা বৃদ্ধি করার বড় ঘোষণা মমতা সরকারের

Published : Nov 14, 2024, 05:51 PM IST
500 rupee

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার নবান্নের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে তাদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

বছর শেষে সুখবর! এবার রাজ্য সরকারে অধীনস্থ 'কর্মবন্ধু'দের জন্য দারুন খবর নিয়ে এল নবান্ন। বাড়ছে ভাতা। বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেখানেই বলা হয়েছে রাজ্যের কর্মবন্ধুদের ভাতা এবার থেকে মাসে ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে রীতমত খুশি কর্মবন্ধুরা। বিজ্ঞপ্তি অনুযায়ী নয়া কাঠামো কার্যকর করা হচ্ছে চলতি বছর সেপ্টেম্বর মাস থেকেই। তারই জন্য বাড়ান হয়েছে ভাতা।

বৃহস্পতিবার নবান্নের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে তাদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে তাদের যে বেতন দেওয়া হবে তার সঙ্গে দুই মাসের বাড়তি ভাতা যোগ করা হবে। ২০১৮ সাল থেকে একই হারে ভাতা পাচ্ছিলেন কর্মবন্ধুরা। প্রায় ৬ বছর পরে তাদের জন্য এল ভাতা বৃদ্ধির খবর।

মূলত ভূমি ও রাজস্ব এবং কৃষি দফতরে কাজ করেন কর্মবন্ধুরা। দীর্ঘ দিন ধরেই এবার বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। ভাতা বৃদ্ধিতে যারা যথেষ্ট খুশি কর্মবন্ধুরা। তারা জানিয়েছে এবার থেকে কিছুটা হলেও সুরাহা হবে তাদের সমস্যার। তৃণমূল কংগ্রেসের কর্মচারী ফেডারেশনের আহ্বা প্রতাপ নায়েক বলেন, 'আমরা দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধির দাবি করছিলাম। এত দিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় তাদের মধ্যে স্বস্তির বাতাস বয়ে গেছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান