পশ্চিমবঙ্গ সরকার সহানুভূতি বৃত্তি নামে একটি নতুন প্রকল্প চালু করেছে।
210
সুবিধেভোগী কারা
এই প্রকল্পের সুবিধে পাবেন সাধারণত প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা। পড়ুয়াদের আর্থিক সুবিধে দিতেই এই প্রকল্পচালু করা হয়েছে।
310
বৃত্তির উদ্দেশ্য
মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় সহায়তা করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস বিভাগ দ্বারা এই প্রকল্পটি চালু করা হয়েছে।
410
প্রতিবন্ধীদের স্বপ্নপুরণ
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে যাওয়া ও তাদের স্বপ্ন পুরণের জন্য প্রয়োজনীয় সাহায্য নিশ্চিত করা।
510
কারা কারা আবেদন করবেন?
মূলত প্রতিবন্ধীদের জন্যই এই প্রকল্প। যেসব পড়ুয়া আবেদন করতে পারবেন তাদের কমপক্ষে ৪০ শতাংশ প্রতিবন্ধী হতে হবে।
610
যোগ্য প্রতিবন্ধী
দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অর্থোপেডিক প্রতিবন্ধী, অথবা মানসিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই নবম শ্রেণী বা তার বেশি বয়সী হতে হবে।
710
পারিবারিক আয়
আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক ২ লক্ষ টাকার কম হতে হবে। যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মেধা বৃত্তি পাচ্ছেন না তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবনে না।
810
প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষার্থীর প্রতিবন্ধী শংসাপত্রের একটি কপি।
পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
আবেদনকারীর পরিচয়পত্রের একটি কপি।
আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের জেরক্স।
পূর্ববর্তী ক্লাসের মার্কশিট।
910
আবেদনের পদ্ধতি
এই প্রকল্পের জন্য অফলাইনে আবেদন করতে হবে। সঠিক বিবরণ দিয়ে আবেদনপত্র পুরণ করতে হবে। ফর্ম জমা দিতে হবে কর্মদিবসে জেলা জনশিক্ষা সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে।
1010
টাকার অঙ্ক
সহানুভূতি স্কলারশিপে রাজ্য সরকার বছরে নূন্যতম ৯ হাজার টাকা করে দেবে পড়ুয়াদের। যদি পরীক্ষার জন্য রাইটার নেন বা বৃত্তিমূলক শিক্ষায় ভর্তি হন, অথবা ডিএলএড বা বিএড করেন সরকারি বা বেসরকারি যে কোনও সংস্থা থেকে তা হলেও তিনি আবেদন করতে পারবেন। একজন বিশেষ সক্ষম পিএইচডি হোল্ডার গবেষক বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা স্কলারশিপ পেতে পারেন।