এই প্রকল্পে ৬০ হাজার টাকা দেওয়া শুরু, আপনার নাম কি রয়েছে তালিকায়- এভাবে চেক করুন

Published : Dec 22, 2024, 06:09 PM IST

পশ্চিমবঙ্গে সরকার বাংলার বাড়়ি প্রকল্পের জন্য ফাইনাল লিস্ট জারি করেছে। নতুন এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য দুটি কিস্তিতে ১ লক্ষ ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। 

PREV
110
রাজ্য সরকারের নতুন প্রকল্প

পিএম আবাস যোজনায় গরমিলের কারণে বাংলার দরিদ্র মানুষদের বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার । তারপরই রা্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার উদ্য়োগ নেওয়া হয়েছে।

210
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণের জন্য সরকারি প্রকল্পের সূচনা করেছেন। যারমধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু এবার থেকে বাংলার বাড়ি নতুন প্রকল্পের দায়িত্বও নিজের কাঁধে নিয়েছে নবান্ন।

310
পিছিয়ে পড়াদের বাড়ি

রাজ্যের নিম্ন ও দরিদ্র পরিবার গুলোর জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্থিক অনুদান বরাদ্দ করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

410
মোট টাকা

রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য মোট ১ লক্ষ ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। দুই কিস্তিতে এই টাক দেওয়া হবে।

510
প্রথম কিস্তির টাকা

প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার পাঠিয়ে দিয়েছে ভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

610
টাকা পড়েছে কি!

কিন্তু প্রথম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকউন্টে পড়েছে কিনা তা জানতে পারবেন কী করে- তারজন্য রয়েছে দুটি উপায়। একটি মেসেজ। আর অন্যটি হল অনলাইনে চেক করা। ওয়েবসাইটে দিয়ে স্টেটাস চেক করলেও জানা যাবে।

710
স্টেটাস চেকের পদ্ধতি

Banglar Bari টাইপ করুন। তাহলে খুলবে ওয়েবসাইট। সেখানেই নাম আর জেলার নাম লিখলে জানা যাবে সংশ্লিষ্টের নাম রয়েছে কিনা।

810
১৫ ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু

১৫ ডিসেম্বর থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। আর সেই কারণে তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানতেই স্টেটাস চেক করতে পারেন বাড়ি বসেই। যদিও রাজ্য সরকার মোবাইলে মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

910
১১ লক্ষ টাকা

রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে ১১ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

1010
নামের তালিকা

রাজ্য সরকার যে ১১ লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই নামের তালিকা ব্লক অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। SMS না আসলেও আপনি বাংলার বাড়ির টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যেতে পারবেন, তবে আপনার নাম ফাইনাল লিস্টে থাকতে হবে।

click me!

Recommended Stories